ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সীমান্তে উত্তেজনা চরমে: পাকিস্তানি সেনাকে আটক করলো ভারত, ভয়াবহ সংঘর্ষ

প্রকাশিত: ১৯:১১, ৫ মে ২০২৫

সীমান্তে উত্তেজনা চরমে: পাকিস্তানি সেনাকে আটক করলো ভারত, ভয়াবহ সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে, জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হন, যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার পর, উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে, সীমান্ত বন্ধ করেছে এবং আকাশপথে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই প্রেক্ষাপটে, রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) একজন পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। যদিও আটককৃত রেঞ্জারের পরিচয় এখনো তারা প্রকাশ করেননি। বর্তমানে তিনি রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে আছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি সূত্রে জানা যায়, পাকিস্তানি রেঞ্জারকে আটকের কয়েক মুহূর্ত পরেই পাকিস্তানি সেনাবাহিনী নিরাপত্তা সেক্টর উপেক্ষা করে গুলি চালাতে শুরু করে। কাশ্মীরের কুঞ্জ, কুপোওয়ালাসহ বেশ কয়েকটি সেক্টরে এই হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি রেঞ্জারকে আটকের পর এ হামলাকে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে দেখছে অনেকে।

অন্যদিকে এ ঘটনার কয়েকদিন আগে পাকিস্তানি বাহিনীও একজন ভারতীয় BSF জওয়ানকে আটক করেছে, যিনি অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। এই ধরনের ঘটনা অতীতে দ্রুত সমাধান হলেও, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন এবং সৌদি আরব, উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে, সীমান্তে গোলাগুলি এবং সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই পরিস্থিতিতে, উভয় দেশের জন্যই কূটনৈতিক সংলাপ এবং উত্তেজনা প্রশমনের পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সূত্রঃ https://youtu.be/yQZEXze8cA0?si=rbPWEfPdELfeKQAB

আরশি

×