ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলার পর উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

প্রকাশিত: ২১:১৯, ৩ মে ২০২৫; আপডেট: ২১:২১, ৩ মে ২০২৫

কাশ্মীর হামলার পর উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চিরন্তন বৈরিতা এক নতুন পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি কাশ্মীরের পাহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর ঘটে যাওয়া একটি প্রাণঘাতী হামলার পর। ভারত অভিযুক্ত করেছে পাকিস্তানকে, আর পাকিস্তান দিয়েছে পাল্টা অস্বীকৃতি। ঠিক এমন একটি উত্তপ্ত সময়েই পাকিস্তান একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ঘটনাটি কেবল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নির্দেশ করে না, বরং গোটা দক্ষিণ এশিয়াকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড় করায়।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা সফলভাবে পরীক্ষা করেছে আব্দালি অস্ত্রব্যবস্থা, যা একটি পৃষ্ঠ থেকে পৃষ্ঠে নিক্ষেপযোগ্য (surface-to-surface) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পরিসীমা প্রায় ৪৫০ কিলোমিটার, এবং এটি পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। এটি প্রযুক্তিগতভাবে উচ্চ সক্ষমতা সম্পন্ন একটি অস্ত্র, যার উন্নত নেভিগেশন সিস্টেম এবং উৎকর্ষ maneuverability আছে।

এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে আহমদ শাহ আব্দালি-এর নামে, যিনি ১৮শ শতকে ভারত উপমহাদেশে একাধিক অভিযান চালিয়েছিলেন এবং আফগানিস্তানের প্রতিষ্ঠাতা বলে বিবেচিত।

গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহেলগামে একটি ভয়াবহ হামলায় ২৫ জন ভারতীয় পুরুষ পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরি নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তান-সমর্থিত কাশ্মীরি বিদ্রোহীদের দায়ী করে এবং অভিযোগ তোলে পাকিস্তানি নাগরিকরাও এতে জড়িত। পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছেন, দেশের সেনাবাহিনীকে “পূর্ণ স্বাধীনতা” দেওয়া হয়েছে প্রতিক্রিয়া জানাতে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, “ভারত একটি ‘মিথ্যা অজুহাত’ তৈরি করে আক্রমণের পরিকল্পনা করছে।”

এই উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন—সবাই দুই দেশের প্রতি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা এক ভীতিকর বাস্তবতা হয়ে উঠছে।

সূত্রঃ আল-জাজিরা

 

আরশি

×