
ছবিঃ সংগৃহীত
ব্রিটিশ রাজপরিবারের আয় ও সম্পদের উৎস নিয়ে বিশ্বব্যাপী কৌতূহল রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, তারা কিছু না করেও এত টাকা কোথা থেকে পান? আসলে, রাজপরিবারের আয়ের পেছনে রয়েছে শতাব্দীপ্রাচীন সম্পত্তি, সরকারি অনুদান এবং ব্যক্তিগত বিনিয়োগ।
রাজপরিবারের আয়ের প্রধান উৎসসমূহের মধ্যে প্রথমেই আসে সোভেরেইন গ্রান্ট (Sovereign Grant) এর নাম। রাজপরিবারের সরকারি দায়িত্ব পালনের জন্য সরকার থেকে বার্ষিক অনুদান প্রদান করা হয়, যা সোভেরেইন গ্রান্ট নামে পরিচিত। এই অনুদান মূলত ক্রাউন এস্টেট নামক সম্পত্তি থেকে প্রাপ্ত লাভের একটি নির্দিষ্ট শতাংশ। ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে এই অনুদানের পরিমাণ ছিল £৮৬.৩ মিলিয়ন ।
এরপর যে উৎসের নাম আসে তা হলো, ডাচি অব ল্যাঙ্কাস্টার (Duchy of Lancaster)। এই সম্পত্তি থেকে রাজা চার্লস তৃতীয় বার্ষিক প্রায় £২০ মিলিয়ন আয় করেন । ডাচি অব কর্নওয়াল (Duchy of Cornwall) রাজপরিবারের আয়ের অন্যতম একটি উৎস বলা যায়। এই সম্পত্তি থেকে প্রিন্স উইলিয়াম বার্ষিক প্রায় £২৪ মিলিয়ন আয় করেন ।
এছাড়াও তাদের প্রচুর ব্যক্তিগত সম্পদ ও বিনিয়োগ রয়েছে। রাজপরিবারের সদস্যরা ব্যক্তিগত সম্পত্তি, যেমন স্যান্ডরিংহাম এবং বালমোরাল এস্টেট, এবং বিভিন্ন বিনিয়োগ থেকে আয় করেন। তবে, এই সম্পদগুলোর সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয় না ।
সূত্রঃ https://youtu.be/Y31GvoEnBc4?si=Lfz_EwpgHexa4yTi
আরশি