ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

স্বপ্নের ক্রন্দন

কবিতা

রাহমান ওয়াহিদ 

প্রকাশিত: ০১:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩

কবিতা

-

পতঙ্গের বিষ ডানায় উড়ে যাচ্ছে
চেনাজানা সব অসুখের সুখ
বুক নাই, পাথুরে পাঁজর, পেতে দিচ্ছে 
সে-ও আশ্চর্য চিবুক!
সময়কে হাওয়ায় মুড়ে হেঁটে যাচ্ছে 
দ্যাখো, ভল্লুকি অন্ধকার 
কোথায় বিচ্ছুরণ? আলেয়া জোনাকি 
জ্বালে আলো অন্য প্রকার।
না থাক প্রশস্ত বুক পিঠ, থেকে যাক 
প্রাণান্তকর হাঁসফাঁস
না থাক মানবিক বৃক্ষ, থেকে যাক 
রোদে ভেজা তরতাজা ঘাস।
তবু যেন থাকে চেনা পাঠ, চেনা সুর, 
চোখে স্বপ্নের ক্রন্দন
তবু যেন থাকে প্রণয়িনী কাচমুখ,
হৃদয়ের সুগন্ধি চন্দন।


** খাঁচা, পাখি এবং মানুষ

রহমান মুজিব

ডার্করুমের অনুরূপ মৌন পাখির খাঁচা
খাঁচায় লেখা শিকল দিনের অনুলিপিতে
বোবা আঁকা কঞ্চির আলপনা

সভ্যতার ছায়াপথে নাগরিক পথিক প্রবেশ করে
পৃথিবীর খাঁচায়- উপরে যার সার্টিন মেঘ,
নীলের পরিধি, চাঁদের পাহাড়ে আগুনের ঝর্ণা
নিচে বিবশ মাটি

খাঁচার পাখি আকাশ চায়
মানুষের পরাজিত প্রতিকৃতির নাম আকাশ।

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: