ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিমগ্ন মানুষ

কবতিা

গাফফার মাহমুদ

প্রকাশিত: ২১:১৩, ১২ জানুয়ারি ২০২৩

কবতিা

-

তার ভেতরের জগত দেখেনি কেউ
দেহ সৌষ্ঠব, চলনে-বলনে
ক্ষীপ্রতায় সদা দ-ায়মান পুরুষ

নদীর খরস্রোত
মেঠো সরুপথ

পাল্টে যেতে পারে মুহূর্তের মধ্যে

দৃঢ়চেতা মন
প্রদীপ্ত প্রজ্ঞা

নৈতিকতায় চুলচেরা বিশ্লেষণ
তার ভেতরের জগত দেখেনি কেউ

মানুষ নির্ণয়ের জ্যামিতিক প্রণালী
বিন্দু থেকে সিন্ধু, সুরম্য ব্যাসার্ধ-

হেরাগুহার নিমগ্নতা
বুকপিঞ্জরের প্রাণপাখি

মানুষের কৃপায় সদা উদ্ধত সে
ভেতরে তিনিই মানুষ মনিরুল।


** স্বাধীনতা রাষ্ট্র ও একজন কবি

বিনয় কর্মকার

তবুও রেড লাইট এলাকা পেরিয়ে একেকটা মিছিল রাজপথ ছুঁয়ে দিলে,
বেশ্যার দল বলে গালিটাই রাষ্ট্রীয় পালিত ভোটে জিতে যায়।
আর-অচ্ছুত বলে গা-বাঁচানো ভঙ্গিমায় চলে ভদ্দরসমাজ।

অথচ তরতাজা সবুজ ঘাস ইঁটচাপার হলুদরঙে মৃত্যু-মৃত্যু হোলি খেলে।

জানি ম্যাগনিফাইং গ্লাসে যদি তাকাই-তো; আপনার পাঞ্জাবিতেও 
পেয়ে যেতে পারি অন্তরঙ্গ সুদীর্ঘ চুলের গোপন সাক্ষ্য।

মঙ্গলে বসতি গড়ার দিনেও এই যে ভাত-ভাত গল্পের ঘুরপাক; কাব্য—-কবি
এ নিয়ে কবিকে গালিও দিতেই পারেন। 
তবে জানেন-তো?
হাঁড়ি-চুলা-সংসার এসব একান্ত দহন বাদ দিলেও বাকি থাকে——
কাঁটাবনের এপারে আড্ডা— স্বাধীনতা—— গল্প।
ওপারে সুদৃশ্য অ্যাকুরিয়াম আর পাখির বাজার, বাহারি খাঁচার বিজ্ঞাপন।

×