ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরাজয় নয়

কবিতা

জাফরুল আহসান

প্রকাশিত: ২১:৪৭, ১০ নভেম্বর ২০২২

কবিতা

-

জল আর জলে মাছেদের কানামাছি খেলা,
ফসলের  মাঠে রোদ বৃষ্টির ছেলেবেলা।
রুদ্র বৈশাখ অবেলায় বুঝি নটরাজ!
ল-ভ- করে জীবনের কারুকাজ।

আহাজারি নয় এ তো প্রকৃতিরই শাসন
হয় হোক ক্ষতি, শোনেনি তো কেউ সে বারণ!
সাহসেই বাঁধো বুক, বিশ্বাসে হবে জয়
নয় ভয় নয়; জীবন মানে না পরাজয়।


** কথা ছিল

চঞ্চল শাহরিয়ার

কাশবনে ঘুরবার কথা ছিল। পুকুরের জলে ডুব দেয়া জলপরীদের নিয়ে তুমুল শৈশব মাতানোর কথা ছিল। কথা ছিল সন্ন্যাসী বাজালে বাঁশী ফর্সা মেয়েদের দল ছাদে বিছানায় বসবে আবার।

শিউলী ফুলের মালা গাঁথা নিয়ে ব্যস্ত কিশোরী আজ রেল লাইনের ধারে যূথীদের বাড়ি গেছে।

আজ তাই সবকিছু এলোমেলো। আজ মোবাইল ফোন জুড়ে শুধু আগামী ভোরের রিংটোন।

 

** যাত্রিত্ব

ফকির ইলিয়াস

ট্রেনটি দাঁড়িয়ে থাকে ফাঁকা।
যাত্রীরা যে যার মতো করে গন্তব্যে পৌঁছুতে
        দৌড়ুচ্ছে .....

একদল পরিষ্কারকর্মী, ডাক-হাঁক দিয়ে
শুরু করতে চাইছেন তাদের কাজ।
ট্রেনের বগিতে বগিতে গতকালের
পুরনো খবরের কাগজসহ নানা রকমের
বর্জ্য জানান দিচ্ছে তাদের অস্তিত্ব।

যে অন্ধ ভিখিরি মাইজগাঁও স্টেশন থেকে
বিনা টিকেটেই ট্রেনে চড়েছিলেন-
তিনি প্লাটফর্মেই দাঁড়িয়ে থাকেন।
তার কোনো গন্তব্য নেই! তিনি জানেনও না;
কোথায় ফিরতে হবে, অথবা-
      পাখিরা প্রতিদিন কোথায় ফিরে!

ট্রেনের হুইসেল বাজে।
হুইল চেয়ারে বসা একজন পথিক পাশে দিয়ে
যেতে যেতে বলেন-
‘মহাবিশ্ব লোকাল’- ট্রেনযাত্রীদের কেউই তাদের
           গন্তব্য জানে না!

×