ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবদুল মান্নান সৈয়দ শ্রদ্ধাস্পদেষু

কবিতা

আইউব সৈয়দ

প্রকাশিত: ০১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২২

কবিতা

-

ইশারার রত্নহার
শৌর্যের সাহস,
ছুঁয়েছে ঐ প্রতিধ্বনি
মাত্রিকতাময়।

বাকশৈলীর প্রতিজ্ঞা
আভাসেই ওড়ে,
পেয়েছে অধিক বোধ
স্বাধিকার নাচে।

তৃপ্ত ভবিষ্যৎ আহা!
কবিতা প্রয়াসে,
‘জন্মান্ধ’ বাগান দোলে
সতেজ চমকে।

দিবানিশি যে ছন্দের জয়,
ফুল ফুটে জুড়ায় হৃদয়।


** যাবো

হাদিউল ইসলাম

যথেষ্ট প্রস্তুত পায়ে গ্রীষ্ম বর্ষা বেবাক মাড়িয়ে
আমি এক জীবনেই যাবো
সদ্য ঝরে পড়া কাঁঠাল পাতার হলুদ গোধূলি
আঙুলে চটকিয়ে যাবো বলে বেরিয়েছি পথে

আমার লণ্ঠন নেই
কেবল অধুনালুপ্ত মুখস্থ ঠাহরে হেঁটে যাবো
আমার অস্পষ্ট প্রেমিকাসকল
তোমরা তো জানই কী সহ্যহীন দাগা সান্ধ্যভাষে
বিচিত্র দেগেছো বুকে
পেসমেকারের মতো সেঁটে থাকা স্মৃতি ছাড়া
আপাতত আমার স্বজন নেই কোনো

প্রজন্মের অসুস্থ চিন্তা ও স্বপ্নে
একটা অঙ্গার রেখে ফুঁ দিতে দিতে ক্লান্ত
আমি নগ্ন পায়ে হেঁটে যাবো অন্য কোনো ঘাটে
অন্য কোনো গোধূলির প্রেমে

×