ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

গাজায় মানবিক সংকট নিয়ে ইউরোপীয় কমিশনের চমকপ্রদ সিদ্ধান্ত – কী আছে পেছনে?

প্রকাশিত: ১৮:৩২, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩৩, ২৯ জুলাই ২০২৫

গাজায় মানবিক সংকট নিয়ে ইউরোপীয় কমিশনের চমকপ্রদ সিদ্ধান্ত – কী আছে পেছনে?

ছবি: সংগৃহীত।

ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে যে, গাজায় চলমান ‘গভীর’ মানবিক সংকটের কারণে ইসরায়েলকে এর মর্যাদাপূর্ণ £৮০ বিলিয়ন মূল্যের বিজ্ঞান গবেষণা কর্মসূচি হরাইজন ইউরোপ থেকে আংশিকভাবে স্থগিত করা হোক।

এই প্রস্তাব এসেছে এমন এক সময়ে যখন গোটা বিশ্ব জুড়ে ইসরায়েলের গাজা অভিযানের তীব্র সমালোচনা চলছে এবং এমনকি ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে, “বাস্তব দুর্ভিক্ষ” ঠেকাতে ইসরায়েলকে আরও বেশি কিছু করতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক খাদ্য সংকট বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC) ঘোষণা করে যে, গাজায় এখন “দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাস্তবেই ঘটছে।”

‘হরাইজন ইউরোপ’ হচ্ছে বিশ্বের অন্যতম সম্মানজনক বিজ্ঞান গবেষণা কর্মসূচি, যা এর আগে কখনো কোনো দেশকে স্থগিত করেনি। তবে কর্মকর্তারা মনে করছেন, গাজায় মানবিক সংকট এতটাই ভয়াবহ যে এখন এটি স্থগিত করার আইনি ভিত্তিও বিদ্যমান।

সদস্য রাষ্ট্রগুলোকে দেওয়া এক প্রস্তাবে ইউরোপীয় কমিশন উল্লেখ করে যে, গাজায় ৯০% পরিবারের জন্য নিরাপদ পানি সংকটজনকভাবে অনিরাপদ হয়ে পড়েছে এবং অপুষ্টির হার তীব্রভাবে বাড়ছে। ওষুধের চরম সংকট বিরাজ করছে এবং গাজার প্রায় পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে।

অন্যদিকে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা দুর্ভিক্ষের জন্য দায়ী নয়। বরং তারা এর জন্য দায়ী করেছে হামাসের ত্রাণ লুট, এবং জাতিসংঘের বিতরণব্যবস্থার ব্যর্থতাকে।

 

 

 


সূত্র: দ্যা গার্ডিয়ান

মিরাজ খান

আরো পড়ুন  

×