ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিনের পক্ষে একযোগে দাঁড়াল ৬ দেশ—ইসরায়েলের মাথায় হাত!

প্রকাশিত: ১৮:০৪, ২৯ জুলাই ২০২৫

ফিলিস্তিনের পক্ষে একযোগে দাঁড়াল ৬ দেশ—ইসরায়েলের মাথায় হাত!

ছবি: সংগৃহীত।

নেদারল্যান্ডস সরকার ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী—জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ—এর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তারা উভয়েই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্বল জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশ।

এখন থেকে তারা নেদারল্যান্ডসে প্রবেশ করতে পারবেন না। নেদারল্যান্ডস সরকার তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উসকে দেওয়ার এবং গাজা উপত্যকায় "জাতিগত নিধনের" আহ্বান জানানোর অভিযোগ এনেছে।

অর্থমন্ত্রী স্মোত্রিচ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সম্প্রসারণ অনুমোদন করেছেন এবং গাজায় মানবিক সহায়তার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। তিনি মে মাসে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে "এক কণাও গম" ঢুকতে দেবেন না।

তিনি ৬ মে ঘোষণা করেছিলেন:
"গাজা পুরোপুরি ধ্বংস হবে, বেসামরিক মানুষদের দক্ষিণে একটি মানবিক এলাকায় পাঠানো হবে—যেখানে হামাস বা সন্ত্রাস থাকবে না। সেখান থেকে তারা ধীরে ধীরে তৃতীয় দেশে চলে যাবে।"

অন্যদিকে বেন-গভির, যিনি অধিকৃত পশ্চিম তীরের একজন কট্টর ইহুদি বসতি স্থাপনকারী, আরব নাগরিকদের দেশ থেকে বিতাড়নের পক্ষে মত দিয়েছেন। তিনি ২০২২ সাল থেকে নেতানিয়াহুর জোট সরকারের অংশ এবং গাজা যুদ্ধ বন্ধ হলে তিনি জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।

নেদারল্যান্ডসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মোদি এফ্রায়িমকে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্পের সঙ্গে বৈঠকে ডাকা হবে। সেখানে তিনি নেতানিয়াহুর সরকারকে "পথ পরিবর্তনের" আহ্বান জানাবেন এবং "আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখতে" ইসরায়েলকে মনে করিয়ে দেবেন।

ডাচ সরকারের এই সিদ্ধান্ত ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ের গত মাসের একই ধরনের নিষেধাজ্ঞার পথ অনুসরণ করে এসেছে।

 

 

 

সূত্র: দ্যা গার্ডিয়ান

মিরাজ খান

আরো পড়ুন  

×