
ছবি: সংগৃহীত।
ফ্রান্স গাজায় সহায়তা পৌঁছে দিতে “কয়েক দিনের মধ্যেই” বিমান থেকে ত্রাণ ফেলবে বলে জানিয়েছেন এক কূটনৈতিক সূত্র, বার্তা সংস্থা Agence France-Presse (AFP)-কে।
সূত্রটি বলেছে:
“ফ্রান্স গাজায় বেসামরিক জনগণের সবচেয়ে প্রয়োজনীয় ও জরুরি চাহিদা পূরণে কয়েক দিনের মধ্যেই বিমান থেকে ত্রাণ ফেলবে।”
এ সময় তারা ইসরায়েলের প্রতি “স্থলপথের ক্রসিংগুলো অবিলম্বে খুলে দেওয়ার” আহ্বান জানান।
এর একদিন আগেই স্পেন জানিয়েছে, তারা এই সপ্তাহে গাজায় ১২ টন খাদ্যপণ্য বিমান থেকে ফেলবে। এটি আরও একটি বিরল দৃষ্টান্ত—যেখানে ইউরোপের কোনো দেশ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে দাঁড়িয়ে গাজায় আকাশপথে ত্রাণ পাঠাতে যাচ্ছে।
সূত্র: দ্যা গার্ডিয়ান
মিরাজ খান