ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৯

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ জুলাই ২০২৫

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৯

ছবিঃ সংগৃহীত

স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার আমুর প্রদেশের ব্লেগোভেসচেনস্ক শহর থেকে টিন্ডা শহরের উদ্দেশ্যে রওনা দেয় আন্তনভ AN-24 মডেলের একটি যাত্রীবাহী বিমান। মাঝপথে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে সাইবেরিয়ার টাইগা বনাঞ্চলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। রুশ গণমাধ্যম জানায়, বিমানে মোট ৪৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ছিল পাঁচজন শিশু এবং ছয়জন ক্রু সদস্য।

বিমানটি ৫৭০ কিলোমিটার দীর্ঘ রুটে যাত্রা করছিল এবং গন্তব্যস্থল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। রাশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি দুর্গম ও ঘন বনাঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায়। পরে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী। তবে তুষারাচ্ছন্ন এলাকা, উঁচু পাহাড় এবং ঘন বন উদ্ধার কাজকে চরমভাবে বাধাগ্রস্ত করছে।

বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন ছিল, যা মূলত পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়ার মধ্যে রুট পরিচালনা করে থাকে। ১৯৫০-এর দশকে নির্মিত AN-24 মডেলের এই বিমান বর্তমানে রাশিয়ায় সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। দুর্ঘটনার পর আবারও পুরনো প্রযুক্তিনির্ভর বিমানের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই মডেলের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল।

তথ্যসূত্রঃ https://youtu.be/5Siv0iD6le4?si=_-W_HQaZT7ozmojj

 

মারিয়া

×