
ছবিঃ সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় নিহত ব্রিটিশ নারী শোভনা প্যাটেলের ছেলে মিতেন প্যাটেল জানিয়েছেন, মায়ের মরদেহের কফিন খুলে "অন্য মানুষের দেহাবশেষ" পাওয়া গেছে। দুর্ঘটনার পর ভারতে নিহতদের মরদেহ শনাক্ত করে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়, তবে তিনি জানান, দেহাবশেষ মিশে যাওয়ার এই ঘটনা তাকে দুশ্চিন্তায় ফেলেছে—"আর কতজনের দেহাবশেষ আছে এতে?"
এই ভয়াবহ দুর্ঘটনায় জুন মাসের শুরুর দিকে বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়ে ২৬০ জন যাত্রী মারা যান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুটি ক্ষেত্রে ভুল মরদেহ পরিবারগুলোর কাছে পাঠানো হয়। এক পরিবার পুরোপুরি ভুল মরদেহ পেয়েছে বলে জানা গেছে এবং অন্য একটি কফিনে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকার অভিযোগ রয়েছে।
মিতেন প্যাটেলের বাবা আশোক প্যাটেল ও মা শোভনা প্যাটেল ১২ জুন যুক্তরাজ্যের গ্যাটউইকের উদ্দেশ্যে ফিরছিলেন। কিন্তু বিমানটি ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হলে তারা প্রাণ হারান। তারা ছিলেন প্রথম দিকের মরদেহ যাদের দেশে ফেরত পাঠানো হয়।
মিতেন জানান, বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক, যদিও তিনি স্বীকার করেন যে চাপের মধ্যে এধরনের ভুল হতে পারে।
তবে তিনি বলেন, "আপনি যখন একটি দেশের জন্য মরদেহ ফেরত পাঠাচ্ছেন, তখন একটি দায়িত্ববোধ থাকা উচিত। আমি কীভাবে নিশ্চিত হবো যে মায়ের কফিনে শুধু ওনারই দেহাবশেষ আছে?"
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই ঘটনাটি সম্পর্কে অবগত এবং যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই মর্মান্তিক দুর্ঘটনার পর নির্ধারিত নিয়ম ও প্রযুক্তিগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ শনাক্ত করা হয়েছিল। সকল মরদেহকে যথাযোগ্য মর্যাদা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হয়েছে।”
ভারত সরকার জানায়, তারা যুক্তরাজ্যের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাচ্ছে, যাতে এই বিষয়ে কোনো উদ্বেগ থাকলে তা সমাধান করা যায়।
সূত্রঃ বিবিসি
নোভা