ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইঞ্জিনে আগুনের বার্তা, ৭০ যাত্রীর নিশ্বাস বন্ধ! শেষ মুহূর্তে থামল ইন্ডিগো ফ্লাইট

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩৫, ২৩ জুলাই ২০২৫

ইঞ্জিনে আগুনের বার্তা, ৭০ যাত্রীর নিশ্বাস বন্ধ! শেষ মুহূর্তে থামল ইন্ডিগো ফ্লাইট

ছবি: সংগৃহীত।

ইন্ডিগোর একটি এটিআর বিমান (ফ্লাইট নম্বর 6E-7966), যা বুধবার আহমেদাবাদ থেকে দিউ-র উদ্দেশে যাত্রা করছিল, সেটি উড্ডয়নের আগে ইঞ্জিনে আগুন লাগার সতর্কবার্তা পাওয়ার পর টেকঅফ বাতিল করতে বাধ্য হয়। বিমানটি (রেজিস্ট্রেশন নম্বর VT-IYA) নিরাপদে থামে এবং বিমানে থাকা ৭০ জন যাত্রী সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, “উড্ডয়নের সময় ইঞ্জিন-১ ফ্লেমআউট সতর্কবার্তা চালু হয়েছিল।” বিষয়টি তদন্ত করছে ডিজিসিএ (ডাইরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)।

একজন ইন্ডিগো মুখপাত্র বলেন, “২৩ জুলাই, ২০২৫ তারিখে আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগো ফ্লাইট 6E-7966 এ উড্ডয়নের ঠিক আগে একটি কারিগরি সমস্যার সংকেত পাওয়া যায়। প্রটোকল অনুযায়ী, পাইলটরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে বিমানটিকে আবার বে-এ ফিরিয়ে আনে। বিমানটি এখন প্রয়োজনীয় পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাবে, তারপর পুনরায় ফ্লাইট চালু হবে। 


সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

মিরাজ খান

×