ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রের ওপর হামলা

প্রকাশিত: ১৮:২৮, ২৩ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রের ওপর হামলা

ছবি: সংগৃহীত

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে গত সপ্তাহে গাড়ি পার্কিং নিয়ে ছোট্ট ঝগড়ায় এক ভারতীয় ছাত্রকে বর্ণবিদ্বেষ করে মারধর করা হয়েছে।

চারানপ্রীত সিংহ নামের ওই ছাত্র তাঁর স্ত্রীকে নিয়ে শহরের আলো দেখতে গিয়েছিলেন। তখন একদল লোক তাঁর কাছে এসে বর্ণবাদী গালাগালি করতে থাকে। চারানপ্রীত বলছেন, “তারা ‘ফাক অফ ভারতীয়’ বলে আমাকে মারতে শুরু করে। আমি লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মারতেই থাকে যতক্ষণ না আমি অজ্ঞান হয়ে যাই।”

একটি ভিডিওতে দেখা গেছে, পাঁচজন লোক সিংহকে বারবার ঘুষি মারে এবং লাথি মারে। পাশেই একজন নারী ভয় পেয়ে চিৎকার করছেন এবং হামলা বন্ধ করার চেষ্টা করছেন। হামলাকারীরা পরে গাড়িতে চড়ে চলে যায়।

সিংহ গুরুতর আহত হয়েছেন। তার মাথায় আঘাত এবং মুখের অনেক জায়গায় ফ্র্যাকচার হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ এক ২০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের ধরার চেষ্টা চলছে। তারা সিসিটিভি ফুটেজ দেখছে এবং তদন্ত করছে।

এই ঘটনার কারণে অ্যাডিলেডের ভারতীয় কমিউনিটিতে অনেক মানুষ রেগে গেছে। অনেকে বলছেন, বিদেশি ছাত্রদের ও অভিবাসীদের নিরাপত্তা অস্ট্রেলিয়ায় খুবই খারাপ।

দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী পিটার মালিনাউস্কাস বলেছেন, “আমাদের রাজ্যে বর্ণবাদ কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা এর বিরুদ্ধে কঠোর থাকব।”

আবির

×