ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

নেতানিয়াহুকে যে কারণে পাগল বলল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৩:২৩, ২১ জুলাই ২০২৫

নেতানিয়াহুকে যে কারণে পাগল বলল যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু

বিবি (নেতানিয়াহুর ডাকনাম) একজন পাগলের মতো আচরণ করছেন। তিনি সবকিছুতেই সব সময় বোমা ফেলেন। এর ফলে ট্রাম্পের প্রচেষ্টা ব্যহত হতে পারে। 

হোয়াইট হাউসের একজন কমকর্তার বরাদ দিয়ে এক্সিয়সের প্রতিবেদনে তা বলা হয়েছে। 

সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ সম্প্রদায়কে হত্যার ঘটনায় স্থানীয় সরকারকে অভিযুক্ত করে সিরিয়ার বাহিনীর ওপর গত মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল। এছাড়া বুধবার রাজধানী দামেস্কে গুরুত্বপূর্ণ ভবনেও হামলা চালানো হয়। 

নেতানিয়াহু এবং তার নীতির বিষয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ দিন দিন বাড়ছে। তৃতীয় এক কর্মকর্তা বলেন, তিনি এমন শিশুর মতো আচরণ করেন, যে শিশু কোনো শৃঙ্খলা মানতে চায় না। 

এই কর্মকর্তাদের হতাশা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব অনুভূতির প্রতিফলন কি না, তা স্পষ্ট নয়। তবে ইসরায়েলের আচরণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরক্তি মনোভাব এবারই প্রথম নয়। 

তাসমিম

×