ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বছরে ১ কোটি আয় তবুও সুখী না, কারণ জানালেন যুবক নিজেই

প্রকাশিত: ১৮:৩৬, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩৭, ১৫ জুলাই ২০২৫

বছরে ১ কোটি আয় তবুও সুখী না, কারণ জানালেন যুবক নিজেই

বছরে ১ কোটি আয় করেও সুখী না

সম্প্রতি ২৮ বছর বয়সী এক তরুণ ভারতীয় উদ্যোক্তা রেডিটে তার সফলতার গল্প শোনান। সেখানে তাকে একজন জিজ্ঞেস করেন তিনি এখন সুখী কি না। জবাবে ওই উদ্যোক্তা বলেন, “খুব বেশি না।”

বছরে ১ কোটি রুপি আয় করেও সুখী না হওয়া ওই উদ্যোক্তাকে নিয়ে ভারতে বেশ আলোচনা হচ্ছে। তিনি শূন্য থেকে হয়েছেন কোটিপতি। ঘুরেছেন দেশ বিদেশে। এখন বছরে ১ কোটি রুপিরও বেশি আয় হচ্ছে তার। তবুও সুখী নন তিনি। 

রেডিটে ওই ব্যক্তি জানান, একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কোটিপতি হয়েছেন। এখন তার কাছে বাংলো কেনার অর্থ আছে। দুবাইয়ে নিজের ব্যবসার পরিধি বিস্তৃত করেছেন।

তার এমন সফলতার গল্প জানার পর একজন জিজ্ঞেস করেন “আপনি সুখী তো”?। ওই উদ্যোক্তা বলেন, “খুব ভালো প্রশ্ন। সত্যি বলতে… খুব বেশি সুখী নই। আমি একজন হাসিখুশি মানুষ ছিলাম। কিন্তু এখন আমি সবসময় চিন্তিত থাকি। স্বাস্থ্যের অবস্থা খারাপ। আমার অর্থ আছে কিন্তু এগুলো উপভোগ করতে পারি না। লম্বা ভ্রমণে যেতে পারি না। দীর্ঘ সময় কাজ করতে হয়।”

তবে এখন অঢেল অর্থ থাকায় পরিবারকে অর্থ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এ বিষয়টি তাকে সন্তুষ্ট করে বলে জানান তিনি।

তার এ পোস্টে অপর একজন জানান, তার বয়স ২৭ বছর এবং বছরে দেড় থেকে ২ কোটি রুপি আয় করেন। কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ। এছাড়া তারমধ্যে কোনো হাস্যরস নেই।

সূত্র: এনডিটিভি

তাসমিম

×