
টিকটক অ্যাকাউন্ট ডিলেট না করায় ১৬ বছর বয়সি এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে। শুক্রবার (১১ জুলাই) স্থানীয় পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, নিহত কিশোরীর বাবা মেয়েকে টিকটক ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্দেশ অমান্য করায় ক্ষিপ্ত হয়ে তিনি নিজের মেয়েকে গুলি করেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তদন্তে উঠে আসে, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা, যাকে ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার নামে খুন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এক পুলিশ মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, পরিবার প্রথমে দাবি করেছিল মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু ফরেনসিক ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণে জানা যায়, মেয়েটিকে গুলি করেছেন তার বাবা নিজেই। ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এই ঘটনা পাকিস্তানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে নতুন সংযোজন। গত মাসেও দেশটির জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ, যার অনুসারীর সংখ্যা ছিল কয়েক লাখ, নিজ বাড়িতে খুন হন।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মতো একটি দেশে, যেখানে মাত্র ২৪ শতাংশ নারী আনুষ্ঠানিক শ্রমবাজারে যুক্ত, সেখানে টিকটক অনেক নারীর জন্য আত্মপ্রকাশ ও উপার্জনের একটি মাধ্যম হয়ে উঠেছে। তবে এর ফলে অনেক নারী পারিবারিক ও সামাজিক চাপে পড়ছেন, যার ভয়াবহ পরিণতি দেখা যাচ্ছে এসব সহিংসতায়।
মিমিয়া