ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ॥ ট্রাম্প

প্রকাশিত: ২১:২৩, ১১ জুলাই ২০২৫

ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে  অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ॥ ট্রাম্প

.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এবং জোটই এই অস্ত্রের দাম দেবে। রাশিয়া যখন যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে ইউক্রেনের শহরগুলোতে জোরদার হামলা চালিয়ে যাচ্ছে, তখন ট্রাম্প তার নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিলেন। শুক্রবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে। খবর সিএনএনের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে। কিন্তু সেই খরচ ন্যাটো বহন করবে। তিনি ইউক্রেনকে সরাসরি মার্কিন অস্ত্র পাঠাবেন প্রেসিডেনসিয়াল ড্রডাউন অথরিটি নামে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে। এই ক্ষমতা প্রেসিডেন্টদের নিজস্ব অস্ত্র মজুত থেকে জরুরি ভিত্তিতে মিত্র দেশকে সহায়তা দেওয়ার সুযোগ দেয়। যা ট্রাম্প এখনো ব্যবহার করেননি। খবরে বলা হয়েছে, ইউক্রেনে নতুন করে যে অস্ত্র পাঠানো হবে তার মূল্য হতে পারে প্রায় ৩০০ মিলিয়ন ডলার এবং এতে থাকতে পারে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক মাঝারি পাল্লার রকেট। এই পদক্ষেপের আগে ট্রাম্প প্রশাসন শুধু সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত অস্ত্রই পাঠিয়েছে। তবে এখন নিজ ক্ষমতা অনুযায়ী সরাসরি অস্ত্র সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। ট্রাম্প এর আগে ইউক্রেনে অর্থ ও অস্ত্র সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সাম্প্রতিক বক্তব্যে তিনি কিয়েভের প্রতি সমর্থনও জানিয়েছেন এবং রাশিয়ার নেতৃত্বের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।

প্যানেল

×