ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

প্রকাশিত: ০৯:৫৫, ১১ জুলাই ২০২৫

রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও অন্তত ২৩ জন আহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দ্রুত আরোপের জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেছেন, "নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর এমন চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা তাদের সন্ত্রাসের প্রকৃত ফল বুঝতে পারে।" তিনি মস্কোর বিরুদ্ধে "স্পষ্ট রকমের উত্তেজনা বাড়ানোর" অভিযোগ তোলেন এবং জানান যে রাশিয়া প্রতিনিয়ত আঘাত হানছে ও শত শত শাহেদ ড্রোন ব্যবহার করছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়া দেশজুড়ে অন্তত ৪০০টি ড্রোন ও ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিয়েভ ছিল এই হামলার মূল লক্ষ্য। পাশাপাশি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চেরনিহিভ, সুমি ও খারকিভ অঞ্চলও হামলার শিকার হয়।

 

সানজানা

×