ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পুতিনকে বোমা মারার হুমকি ট্রাম্পের! অডিও রেকর্ড প্রকাশ সিএনএনের

প্রকাশিত: ১৮:৩৯, ৯ জুলাই ২০২৫

পুতিনকে বোমা মারার হুমকি ট্রাম্পের! অডিও রেকর্ড প্রকাশ সিএনএনের

ছবি:সংগৃহীত

২০২৪ সালের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন চালানো থেকে বিরত রাখতে মস্কোতে বোমা ফেলার হুমকি দিয়েছিলেন।

সিএনএনের হাতে আসা একটি অডিও টেপে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমি পুতিনকে বলেছিলাম, ‘তুমি যদি ইউক্রেনে ঢোকো, তাহলে আমি মস্কোতে বোমা ফেলব। আমার আর কোনো উপায় থাকবে না।’ পুতিন তখন বলেছিল, ‘আমি তোমার কথা বিশ্বাস করি না।’ কিন্তু আমার ধারণা, সে অন্তত ১০ শতাংশ হলেও বিশ্বাস করেছিল।”

এছাড়াও, তিনি দাবি করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও তাইওয়ান ইস্যুতে অনুরূপ হুঁশিয়ারি দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, “শি ভাবছিল আমি পাগল। কিন্তু বাস্তবে আমরা কোনো সমস্যায় পড়িনি।”

এই অডিও ক্লিপগুলো নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায় অনুষ্ঠিত ২০২৪ সালের একাধিক ফান্ডরেইজিং অনুষ্ঠানে রেকর্ড করা হয়। সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজাক আর্নসডর্ফ এসব টেপ সংগ্রহ করেছেন এবং তাদের লেখা নতুন বই “২০২৪”-এ ঘটনাগুলো বিশদভাবে তুলে ধরেছেন।

ছাত্র আন্দোলনকারীদের দেশছাড়া করার হুমকি

অন্য এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “যে ছাত্ররা বিক্ষোভ করবে, আমি তাদের দেশ থেকে বের করে দেব।”

তিনি মূলত প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারী ছাত্রদের কথা বলছিলেন।

“তাদের বের করে দিলেই আন্দোলন থেমে যাবে,” — বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন, “আমাকে নির্বাচিত করলে, এই আন্দোলন ২৫ থেকে ৩০ বছর পিছিয়ে যাবে।”

ধনী দাতাদের কাছ থেকে কোটি কোটি ডলার তোলার দাবি

এক ফান্ডরেইজারে ট্রাম্প দাবি করেন, এক ধনী দাতা তাকে লাঞ্চের জন্য ১০ লাখ ডলার দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে ২৫ মিলিয়ন ডলার দিতে রাজি করান।

“তিনি শেষ পর্যন্ত ২৫ মিলিয়ন ডলার দেন। এটা সত্যি পাগলামো,” — বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন, “তাদের দিতে বললে তারা দেয়। শুধু সাহস লাগে।”

নির্বাচনী বার্তা

ট্রাম্প বিভিন্ন দাতাদের বলেন, ডেমোক্র্যাটরা সবসময় “ওয়েলফেয়ার সুবিধা পাওয়া মানুষদের ভোট” পায়।
তিনি বলেন, “ইউনিয়ন, সরকারি চাকরিজীবীরা বড় অঙ্কে টাকা দেয়। আর তারা সবসময় ডেমোক্র্যাটদের পক্ষে থাকে।”

তিনি আরও বলেন, “আমার ইহুদি বন্ধুদের বলি—তোমরা কেন এখনো ডেমোক্র্যাটদের ভোট দাও?”

 

মারিয়া

×