ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

চীন, পাকিস্তান ও বাংলাদেশের জোট নিয়ে ভারতীয় জেনারেলের বিস্ফোরক মন্তব্য!

প্রকাশিত: ১৮:৩১, ৯ জুলাই ২০২৫; আপডেট: ২০:০৬, ৯ জুলাই ২০২৫

চীন, পাকিস্তান ও বাংলাদেশের জোট নিয়ে ভারতীয় জেনারেলের বিস্ফোরক মন্তব্য!

ছবি: সংগৃহীত

ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান তথা সশস্ত্রবাহিনীর চিফ ডিফেন্স অব স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য অভিন্ন স্বার্থ ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার ভারতের থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চৌহান বলেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এমন একটি সম্ভাব্য স্বার্থের মিল থাকতে পারে, যা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক দুর্দশাকে বাহ্যিক শক্তিগুলো প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা ভারতের জন্য দুর্বলতা সৃষ্টি করতে পারে।

অপারেশন সিন্দুর প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষ চলাকালে চীন ও পাকিস্তানের রাষ্ট্রীয় সমর্থন নির্ধারণ করা কঠিন ছিল। তবে উত্তরের সীমান্তে (চীনের দিকে) কোনো অস্বাভাবিক কার্যক্রম সে সময় লক্ষ্য করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

ফারুক

×