ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জাতীয় সংগীত গেয়ে বরখাস্ত হলেন মসজিদের ইমাম

প্রকাশিত: ১৩:৪৭, ৯ জুলাই ২০২৫

জাতীয় সংগীত গেয়ে বরখাস্ত হলেন মসজিদের ইমাম

জাতীয় সংগীত গেয়ে বরখাস্ত হলেন মসজিদের ইমাম

সম্প্রতি ১৫ জন ইমাম ইসরায়েলে গিয়ে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে। সেখানে আইজাকের সঙ্গে ‘সৌহায্যপূর্ণ’ এক আলোচনা করেন তারা। 

এদের মধ্যে ছিলেন ইউসেফ মিসিবিহ নামে নেদারল্যান্ডসের এক ইমামও। গত সোমবার (৭ জুলাই) ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে এই সাক্ষাৎকালে তাকে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীতও গেয়ে শোনান ইউসেফ মিসিবিহ। এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে এ ইমামকে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। 

প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আলকামারের বিলাল মসজিদে ইমামতি করতেন ইউসেফ মিসিবিহ। মঙ্গলবার এক বিবৃতিতে বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্ত থেকে ইউসেফ মিসিবিহকে বরখাস্ত করা হয়েছে। ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে, মসজিদ কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। এ মুহূর্ত থেকে তার সঙ্গে এ মসজিদের কোনো সম্পর্ক নেই।


 

তাসমিম

×