ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পুতিনের উপর নাখোশ ট্রাম্প, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসছে!

প্রকাশিত: ০৫:৪৩, ৯ জুলাই ২০২৫; আপডেট: ০৫:৪৪, ৯ জুলাই ২০২৫

পুতিনের উপর নাখোশ ট্রাম্প, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসছে!

ছ‌বি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামছে না দেখে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, “পুতিন সবসময় খুব ভদ্র ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা অর্থহীন হয়ে দাঁড়ায়। আমাদের ওপর অনেক বাজে পরিস্থিতি চাপিয়ে দিচ্ছে সে।”

ট্রাম্প আরও বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছে— তার মধ্যে আছে রাশিয়ার সেনা, আবার ইউক্রেনের সৈন্যরাও।”

এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছেন তিনি। সেনেট থেকে প্রস্তাবিত একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, “আমি এটা খুব গুরুত্ব দিয়ে দেখছি।” তবে ঠিক কী ধরনের পদক্ষেপ তিনি নিতে যাচ্ছেন, তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। সাংবাদিকদের উদ্দেশে মজা করে বলেন, “আমি আপনাদের আগেভাগে বলব না। চমক তো থাকতেই হবে, তাই না?”

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প এমন মন্তব্য করেছেন এমন এক সময়, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিয়ে বলেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে দেবে না। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে সহায়তার জন্য ‘ইচ্ছুকদের জোট’ হিসেবে কাজ করবে।

মাখোঁ বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব যাতে একটি যুদ্ধবিরতি হয় এবং শান্তিপূর্ণ আলোচনা শুরু করা যায়। কারণ ইউক্রেনের যুদ্ধ আমাদের নিরাপত্তা এবং নীতির ওপর সরাসরি আঘাত হানে।”

এর আগে মঙ্গলবার, ট্রাম্প জানান যে তার প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবে। তিনি বলেন, এই চালানগুলো মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র দিয়েই গঠিত হবে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র মজুদের ঘাটতির কারণে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ পাঠানো স্থগিত রেখেছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র মজুদের সামর্থ্য নিয়ে তারা একটি পর্যালোচনায় আছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। কিন্তু পুতিনের সঙ্গে একাধিকবার ফোনালাপ করেও তিনি সংঘর্ষ থামাতে পারেননি।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল গত মে মাসে তুরস্কে সরাসরি আলোচনায় বসে এবং একটি বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতায় পৌঁছায়। তবে তারা এখনও একটি সাময়িক যুদ্ধবিরতিতেও পৌঁছাতে পারেনি।

মঙ্গলবার, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইউক্রেনের কাছ থেকে পরবর্তী আলোচনার তারিখের প্রস্তাবের অপেক্ষায় আছে। “যেইমাত্র তারিখ চূড়ান্ত হবে—আমরা ঘোষণা দেব,” তিনি জানান।

এদিকে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার হামলা বাড়িয়ে দিয়েছে এবং যুদ্ধক্ষেত্রের বিভিন্ন স্থানে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সোমবার রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি দখল করেছে।

সূত্র: আল জাজিরা

এম.কে.

×