ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

লোহিত সাগরে জার্মান বিমানের দিকে চীনের লেজার! বার্লিনে উত্তেজনা

প্রকাশিত: ২১:১০, ৮ জুলাই ২০২৫

লোহিত সাগরে জার্মান বিমানের দিকে চীনের লেজার! বার্লিনে উত্তেজনা

লোহিত সাগরে জার্মান একটি নজরদারি বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে চীনা নৌবাহিনী। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বার্লিন জানায়, এই আচরণ জার্মান কর্মীদের ঝুঁকিতে ফেলেছে এবং মিশন ব্যাহত করেছে।

এ ঘটনায় বার্লিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, “জার্মান কর্মীদের বিপদে ফেলা এবং অভিযানের প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের ‘অ্যাসপিডস’ মিশনে অংশ নেওয়ার সময় লোহিত সাগরের উপর দিয়ে নিয়মিত নজরদারি চালাচ্ছিল জার্মান বিমানটি। কোনো প্রকার যোগাযোগ ছাড়াই চীনা নৌবাহিনী তাদের বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করে, যা সরাসরি বিপজ্জনক আচরণ।

তিনি আরও জানান, জার্মান বিমানটি পরে মিশন স্থগিত করে জিবুতির একটি ঘাঁটিতে ফিরে যায়।

তবে চীনা নৌবাহিনীর ব্যবহার করা লেজারটি অস্ত্র হিসেবে নাকি শুধু নির্দেশনা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানায়, ঘটনাটি ২ জুলাই ইয়েমেন উপকূলের কাছে ঘটে।

উল্লেখ্য, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন এই মিশনে প্রায় ৭০০ জার্মান সেনা অংশ নিচ্ছেন।

এদিকে সোমবার হুতি বিদ্রোহীরা এ বছর প্রথমবারের মতো একটি গ্রিক মালিকানাধীন, লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও মিত্র দেশগুলোর জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে।

হুতির দাবি, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালাচ্ছে। তবে এ বছরের শুরুতে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল।

মিমিয়া

×