ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গাজায় ‘মানবিক ট্রানজিট ক্যাম্প’ তৈরির পরিকল্পনা ফাঁস: ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার চক্রান্ত

প্রকাশিত: ০৪:৫০, ৮ জুলাই ২০২৫; আপডেট: ০৪:৫১, ৮ জুলাই ২০২৫

গাজায় ‘মানবিক ট্রানজিট ক্যাম্প’ তৈরির পরিকল্পনা ফাঁস: ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার চক্রান্ত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার জনসংখ্যাকে বড় আকারের শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনার খসড়া সামনে এসেছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। পরিকল্পনাটিতে গাজার ভেতরে — এবং সম্ভাব্যভাবে বাইরে — “হিউম্যানিটারিয়ান ট্রানজিট এরিয়া” নামে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনিদের পুনর্বাসন, ডির্যাডিকালাইজেশন (চরমপন্থা বিমুখীকরণ), ও ভবিষ্যতে স্বেচ্ছায় স্থানান্তরের জন্য প্রস্তুত করা হবে।

এই পরিকল্পনার পেছনে রয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংগঠন যার নাম Gaza Humanitarian Foundation (GHF)। প্রকল্পটির বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো গাজায় হামাসের নিয়ন্ত্রণকে প্রতিস্থাপন করা। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রকাশ্যে বলেন, যুক্তরাষ্ট্রকে “গাজা দখল করে এটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরায় পরিণত করা উচিত” এবং সেখানে বসবাসরত ২৩ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র পুনর্বাসনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে।

তবে মানবাধিকার এবং শরণার্থী বিশেষজ্ঞরা এই পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রিফিউজিস ইন্টারন্যাশনাল সংগঠনের সভাপতি জেরেমি কোনিন্ডাইক বলেন, যে জনগণ টানা দুই বছর ধরে বোমাবর্ষণের মুখে পড়েছে এবং যাদের মৌলিক মানবিক সহায়তা থেকেও বঞ্চিত করা হয়েছে, তাদের জন্য স্বেচ্ছায় বাস্তুচ্যুতি বলে কিছু হয় না।

পর্যবেক্ষকদের মতে, এই প্রস্তাব গাজা থেকে ফিলিস্তিনি জনগণের স্থায়ী স্থানচ্যুতি এবং সেখানে একটি নতুন রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতা তৈরির অপচেষ্টা। মানবিক সহায়তার নামে একটি জনগোষ্ঠীকে তার নিজভূমি থেকে সরিয়ে দেওয়ার এমন পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন অনেকে।

এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চললে তা গাজাসহ গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

শেখ ফরিদ 
 

×