
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভিসা বাতিল নীতির বিরুদ্ধে একটি ব্যতিক্রমধর্মী মামলার শুনানি শুরু হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে, প্রো-প্যালেস্টাইন মতাদর্শে সক্রিয় বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের ভিসা বাতিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা মতপ্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়েছে।
সোমবার বোস্টনে এই দুই সপ্তাহব্যাপী বিচারিক প্রক্রিয়া শুরু হয়, যা মার্কিন আদালতের নজিরবিহীন একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ সাধারণত এই ধরনের মামলায় সাক্ষ্য ছাড়া দ্রুত রায় দেওয়া হয়। তবে বিচারপতি উইলিয়াম ইয়ং বলেন, "সত্যের নাগাল পেতে বিচারই শ্রেষ্ঠ পথ।"
মার্চ মাসে দায়ের হওয়া মামলাটির বাদী পক্ষের মধ্যে রয়েছেন মিডল ইস্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস (AAUP) এবং হার্ভার্ড, রাটগারস ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের AAUP অধ্যায়সমূহ।
কোলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের আইনজীবী রাম্যা কৃষ্ণান মামলার উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই নীতিটি বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে, যা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের বিপরীতে অবস্থান নিয়েছে।”
মামলাটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাকস্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন ঘটাচ্ছে, বিশেষ করে যখন সেটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যু যেমন ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত।
শেখ ফরিদ