ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর

পাথর ছুড়ে হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে: ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:৩৩, ১২ জুলাই ২০২৫

পাথর ছুড়ে হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে: ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, লোক দেখানো বহিষ্কার নয়, রাজধানীতে পাথর ছুড়ে প্রকাশ্যে যুবক হত্যার দায়-দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশজুড়ে হত্যা, চাঁদাবাজি, লুটতরাজ ও ধর্ষণ করে অবৈধভাবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে দলের দ্বিতীয় শীর্ষ এই নেতা আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র একই। দল দুটির নেতাকর্মীরা খুনি ও ধর্ষক—হাতে তাদের রক্তমাখা থাকে। মিডফোর্ডের যুবক হত্যার ঘটনায় মামলা ও তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিতভাবে হত্যা করেছে, যা আওয়ামীবাহিনীর ফ্যাসিবাদী হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য।

তিনি আরও বলেন, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে।

বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ উৎখাত করেছে, ঠিক একইভাবে এই নব্য ফ্যাসিবাদীদেরও উৎখাত করবে, ইনশাআল্লাহ।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলাইমান ও নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মদ লোকমান হাকিম, সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আসিফ

×