
মিয়ানমারের কারেন রাজ্যে বিদ্রোহীদের হামলার মুখে ৬২ জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে। মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের কাছে এক চেকপয়েন্টে আক্রমণ করার পর এসব সেনা থাইল্যান্ডে পালিয়ে যায়। খবর আনাদোলু এজেন্সির। রবিবার স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ ইংলিশের খবরে বলা হয়েছে, মিয়ানমারের কারেন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি জান্তার কয়েকটি সেনাচৌকিতে আক্রমণ করে। আক্রমণের মুখে সেনারা সীমান্ত দিয়ে থাইল্যান্ডের তাক প্রদেশের ফোপ ফ্রা জেলায় প্রবেশ করে। থাই সীমান্তরক্ষী বাহিনী ৬২ জন সেনাকে প্রবেশের অনুমতি দেয়। এর মধ্যে ১১ জন ছিল আহত। থাইল্যান্ডে প্রবেশের পর তাদের সবাইকে নিরস্ত্র করা হয়। জান্তা সেনারা জানিয়েছে, বিদ্রোহী কেএনএলএ তাদের ১৮ সহকর্মীকে হত্যা করেছে। মিয়ানমারের অন্যতম বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী কেএনএলএ ১৯৪৯ সাল থেকে কারেন জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে।
প্যানেল