ইয়াহিয়া সিনওয়ার ও বেঞ্জামিন নেতানিয়াহু
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরাইলের একটি সামরিক ঘাঁটি সফরের সময় এ ঘোষণা দেন তিনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। হয়েছেন।
এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৬৭০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। খবর আলজাজিরার।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নিজেদের দেশকে রক্ষা করতে ইসরাইল প্রতিজ্ঞাবদ্ধ। যারা আমাদের ধ্বংস চায়, তাদের আমরা নিশ্চিহ্ন করে দেবো। রক্ষণাত্মক বা আক্রমণাত্মক যেকোন ভাবে শত্রুকে আমাদের মোকাবিলা করতে হবে। এদিকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবে ৫৭ সদস্যের সংস্থাটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, এই জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার শক্তি ইসরাইলকে সম্পূর্ণরূপে দায়ী করছে ওআইসি। এ ছাড়া এ হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। ওআইসির বর্তমান চেয়ারম্যান গাম্বিয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেন, ইসমাইল হানিয়ার এই জঘন্য হত্যাকা- এবং গাজায় চলমান যুদ্ধ এই অঞ্চলকে আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তার বিরুদ্ধে এই আগ্রাসন এবং দেশটির ভূখণ্ডে একজন রাজনৈতিক নেতাকে হত্যার এমন কাজকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। গাজায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।