
তারকাদের এক পার্টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে
তারকাদের এক পার্টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে রাশিয়ায়। প্রখ্যাত ব্লগার আনাস্তাসিয়া (নাস্তিয়া) ইভলিভা ওই পার্টির আয়োজন করেছিলেন। সেখানে বিভিন্ন রাজ্যের প্রখ্যাত সংগীতশিল্পীদের অনেকেই খোলামেলা পোশাকে যোগ দিয়েছিলেন।
ইউক্রেনে যখন রাশিয়া যুদ্ধ চালাচ্ছে এবং রুশ কর্তৃপক্ষ রক্ষণশীল সামাজিক অ্যাজেন্ডা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে, তখন ‘প্রায় নগ্ন’ ওই অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কারও কারও বিরুদ্ধে মামলা হয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণকরার কারণে। কাউকে কাউকে এরই মধ্যে কারাদণ্ডও দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় নাখোশ হয়েছেন বলে জানা গেছে।
এ অবস্থায় তারকাদের অনেকেই অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তবে রাশিয়ার বিনোদন জগতের সেরা এসব তারকার পৃষ্ঠপোষকদের (স্পনসর) কেউ কেউ চুক্তি বাতিল শুরু করেছে।
ওই অনুষ্ঠানে যে তারকারা যোগ দিয়েছিলেন, তাঁদেরই একজনের ব্যাখ্যা শুনছেন পুতিনের মুখপাত্র এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদমাধ্যমের বরাতে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, ওই পার্টির ফুটেজ দেখার পর অনেকে অভিযোগ জানাতে শুরু করেন। এর মধ্যে ইউক্রেন রণাঙ্গনে যুদ্ধরত রুশ সেনারাও আছেন। ওই ঘটনার ছবি পুতিনের কাছে পৌঁছে যায়।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, এ কেলেঙ্কারির ঘটনা নিয়ে মন্তব্য করতে তিনি অপারগ। এ জন্য তিনি ক্ষমা চান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাতে বার্তা সংস্থা উরা ডট আরইউয়ের প্রতিবেদনে বলা হয়, যাঁরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তাঁরা ‘কলঙ্কিত’ হয়েছেন, তবে এখনো তাঁদের শোধরানোর সুযোগ আছে।
এবি