
আফ্রিকান দেশগুলোর নাগরিকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।ছবি: সংগৃহীত
কেনিয়া ভ্রমণে পৃথিবীর কোনো দেশের নাগরিকদের জন্যই ভিসার প্রয়োজন হবে না। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই তথ্য জানিয়েছেন।
উইলিয়াম রুটো বলেন, সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে সবাইকে অগ্রিম একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে, ফলে কাউকে ভিসার জন্য আবেদন করতে হবে না।
আরও পড়ুন : জেনে নিন, বিশ্বের সবচেয়ে দামি পোকার নাম
ব্রিটেন থেকে স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় তিনি বলেন, কেনিয়ায় আসার জন্য কোনো ব্যক্তিকে ভিসার আবেদনের ভার বহন করতে হবে না।
অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর নাগরিকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।
পর্যটন শিল্প কেনিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখান থেকে উপভোগ করা যায় ভারত মহাসাগরের উপকূল ও অভ্যন্তরীণ বন্যপ্রাণীতে ঠাসা সাফারি পার্ক।
সূত্র: রয়টার্স
টিএস