
অং শেরিং শেরপা
নেপালে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৭২ আরোহীর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত রবিবারের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেসরকারি এই উড়োজাহাজ সংস্থাটির কর্ণধার অং শেরিং শেরপা চার বছর আগে মারা যান এক হেলিকপ্টার দুর্ঘটনায়।
নেপালের তৎকালীন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রবীন্দ্র অধিকারী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তেরথুম জেলায় একটি নতুন বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করতে যান। হেলিকপ্টারে মন্ত্রীর সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন ব্যবসায়ী শেরিংও।