ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

তিন মেয়র প্রার্থীর নাম এক

প্রকাশিত: ০৪:০২, ১১ জুন ২০১৬

তিন মেয়র প্রার্থীর নাম এক

রোমানিয়ার শহর দ্রাগুসেনি। শহরটিতে ২৫ হাজার লোকের বাস। গত সপ্তাহে শহরটিতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মজার বিষয় এই তিন প্রার্থীর নাম একই-ভেসেলি কেপই। তবে ভোটাররা নামের এই ভিন্নতা জানত। তাই প্রথমজনকে মেয়র পদে বেছে নেয় তারা। -টরোন্টো সান।
×