ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পুতিন

প্রকাশিত: ২২:৪৯, ২৯ জুলাই ২০২৫

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। সোমবার (স্থানীয় সময়) ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফোনালাপে রাশিয়ার পক্ষ থেকে পুনরায় জোর দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকট ও বিরোধগুলোর সমাধান অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে হতে হবে।

পুতিন বিশেষভাবে সিরিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব সংখ্যালঘু সম্প্রদায়ের বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান জানানো প্রয়োজন।

আলোচনায় ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাও উঠে আসে। এ প্রসঙ্গে পুতিন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ তৈরি করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইসরায়েল-ইরান সম্পর্ক ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে এই উচ্চপর্যায়ের ফোনালাপকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

 

সূত্র:https://tinyurl.com/ewj8kmhw

আফরোজা

আরো পড়ুন  

×