ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সিডনিতে ‘জীবনে সম্প্রীতি তৈরি করা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:০৪, ১ অক্টোবর ২০২৩

সিডনিতে ‘জীবনে সম্প্রীতি তৈরি করা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে আগত অতিথিরা। 

অস্ট্রেলিয়ার সিডনিতে খাদেমস ডাইন, মিন্টোতে মাল্টিকালচারাল সোসাইটি অফ ক্যাম্পবেলটাউন ইনক আয়োজিত ‘জীবনে সম্প্রীতি তৈরি করা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হয়। মিনা স্কন্দরীর সঞ্চালনায় সেমিনারটির প্রথম পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম শফিক বিশিষ্ট অতিথি, প্যানেল সদস্য ও সম্মানিত অতিথিদের স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য রাখেন। এই পর্বে অ্যান স্ট্যানলি, ওয়েরিওয়ার ফেডারেল সদস্য, সরকারি হুইপ এবং সংসদীয় লাইব্রেরির জয়েন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ার, লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য জ্যাকি মুনরো, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রিসের প্রতিনিধি ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, সুজানা আলোচনায় অংশ নেন।

দ্বিতীয় পর্বে পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত প্যানেল কাউন্সিলর ডা. সাবরিন ফারুকী (অধিবেশনের মডারেটর), গ্লেন কসার (লেখক), নিম ঘোলকার (প্রেরণামূলক বক্তা এবং লেখক), সরোনি রায় (অভিনেত্রী এবং গায়ক) এবং মোল্লা কান্তা (অভিনেত্রী ও  আইনজীবী) ‘পারিবারিক ও সম্প্রদায়ের মধ্যে দেশব্যাপী সম্প্রীতি তৈরি’ বিষয়ভিত্তিক ৫ মিনিটের সাধারণ আলোচনায় অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কাউন্সিলর মাসুদ চৌধুরী, পারভেজ খান, সহ-সভাপতি, মোবারক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পূরবী পারমিতা বোস, কার্যনির্বাহী সদস্য কামাল পাশা, মিতা হেলাল, অ্যাশ ঘোলকার, ডা. তনিমা ব্যানার্জী, শাহাদাত হোসেন, রোকেয়া আগম্মেদ, মিলি ইসলাম, আজিজা শাহাদাত, নাসরিন আহমেদ, ড. রফিকুল ইসলাম, ড. নিজাম, মনিরুল হক জর্জ, কায়সার আহমেদ, মাহফুজুল চৌধুরী, আবু তারিক, নাইম আবদুল্লাহ, আনিলা পারভিন, আতিকুর রহমান, আবদুস সোবহান, ড. সাখাওয়াত নয়ন, আতিক হেলাল, নজরুল ইসলাম শাচ্চু, পাভেল দেওয়ান, ড. মামুন আবদুল্লাহ, মনিরুজ্জামান শিপন, তিশা তানিয়া, আফরিন জাহান, সকিনা আক্তার, শারমিন শুচনা ও নুশরাত প্রমুখ।

এম হাসান

×