ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

 নতুন রেকর্ড গড়লেন মোদি

প্রকাশিত: ০৮:৪৯, ২৬ জুলাই ২০২৫

 নতুন রেকর্ড গড়লেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে টপকে টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন তিনি। 

গতকাল শুক্রবার সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি। তার আগে রয়েছেন একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করা জওহরলাল নেহরু।

নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি সরকারপ্রধানের পদ সামলাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে একাধিক নজির গড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি। কংগ্রেসের সদস্য না হয়ে প্রথম কোনো রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন সরকারপ্রধান রয়েছেন তিনি। এ ছাড়া হিন্দি ভাষী নয়—এমন রাজ্য থেকে আসা নেতা হিসেবেও দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন তিনি।

তাসমিম

আরো পড়ুন  

×