
আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে ও ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর কথিত প্রেমিক অভি রহমান (১৬)। সে ইয়ারপুর এলাকার শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের কর্মচারী। অপর আসামিরা হলে- ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি। গতকাল রাত ১২ টার দিকে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ভুক্তভোগী ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে যায়। এসময় সেখানে আগে থেকে উপস্থিত সমির ও অভি তাকে পালাক্রমে ধর্ষণ করে ও তাদেরকে সহযোগিতা করে শুভ। পরে ভোর ৪ টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাৎক্ষণিক তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সানজানা