
ছবি: জনকণ্ঠ
রাজশাহীতে চাঞ্চল্যকর আমিরুল মোমিন হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামি মা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, মেহেদী (২৪) ও পারভিন (৪০)। এরা সম্পর্কে মা ও ছেলে। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে শনিবার ভোরে জেলার পবা উপজেলার কয়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) নামের এক কৃষকের উপর হামলায় চালানো হয়। আমিরুল মোমিনের সঙ্গে সৎ ভাই মিজানুর রহমান মিজুর পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন মিজানুরের জমিতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে আসামিরা হাসুয়া, লাঠি, লোহার রড নিয়ে আমিরুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয় আমিরুল। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় আমিরুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে আরএমপির দামকুড়া থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে শনিবার ভোরে অভিযান চালিয়ে রাজশাহী র্যাবের একটি দল প্রধান আসামি মিজানুরের ছেলে মেহেদী (২৪) ও স্ত্রী পারভীনকে (৪০) গ্রেফতার করা হয়।
আবির