ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ১ অক্টোবর ২০২৪

ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান থেকে ছোড়া মিসাইলের কথা স্বীকার করেছে ইসরাইল। এর আগে গত এপ্রিলে ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। ওই মিসাইলগুলো ইরান থেকে ইসরাইলে পেঁৗছতে সময় লেগেছিল মাত্র ১২ মিনিট।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ ছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরাইলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, তেলআবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে। তবে, এই মিসাইল ইরান থেকে এসেছে কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া, ইসরাইলি সেনাবাহিনী মিসাইল হামলার তথ্য জানালেও ইরানের পক্ষ থেকে কোনো কিছু জানা যায়নি।

×