ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ওষুধ ও টিকার ঘাটতি নেই

দেশ থেকে ৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২০, ১০ আগস্ট ২০২২; আপডেট: ১৬:২৭, ১১ আগস্ট ২০২২

দেশ থেকে ৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক

বর্তমানে দেশে ম্যালেরিয়ার ওষুধ ও টিকার কোন ঘাটতি নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে সংক্রামক রোগ অনেক কমেছেপোলিও, টিটেনাস, কালা জ্বরমুক্ত হয়েছে দেশএর মধ্যে ম্যালেরিয়া অন্যতম২০১৪ সালে ম্যালেরিয়া আক্রান্ত ছিল প্রায় ১৪ হাজারসেই সংখ্যা এখন কমে নেমেছে ৬/৭ হাজারে২০৩০ সালের আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি

বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর পঞ্চম যৌথ পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

এ সময় মন্ত্রী বলেন, তিনি বলেন, ৬৪ জেলার মধ্যে এখন ৫১টি জেলা ম্যালেরিয়ামুক্ত২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য রয়েছেআমি আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবেস্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডাঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ বারধান জাং রানা

তিনি বলেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের সফলতা এসেছেইতোমধ্যেই দেশ পোলিও, কালাজ্বর, যক্ষ্মামুক্ত হয়েছেতবে ম্যালেরিয়া এখনও নির্মূল করা সম্ভব হয়নিএমনকি এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক চেষ্টায় সম্ভবও নয়২০২০ সালের তুলনায় গত বছর দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছেমৃত্যুর কারণ হলো আক্রান্ত রোগীরা দেরিতে চিকিসা নিয়েছেনকরোনায় লকডাউন ছিল, তাই আমরা আশঙ্কা করেছিলাম মানুষ হাসপাতালে আসতে পারবে না, যে কারণে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাবেতাই হয়ছেআমরা চাই না ম্যালেরিয়ায় মৃত্যু বৃদ্ধি পাকতাই সবাই মিলেই কাজ করতে হবে

তিনি বলেন, শুধু দেশে ব্যবস্থা নিলে হবে না, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সেসব দেশেও যাতে ম্যালেরিয়া সংক্রমণ বন্ধ হয়ে সেই ব্যবস্থা নিতে হবেআমাদের দেশে মশা নির্মূল হলেও বর্ডার দিয়ে মশা তো আর আটকে থাকে না

জাহিদ মালেক বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করা২০১৪ সালে ম্যালেরিয়া সংক্রমণ ছিল ৫৭ হাজারের বেশিবর্তমানে ৬ থেকে ৭ হাজারের বেশি সংক্রমণ হয় নাআমার মতে সঠিকভাবে কাজ করলে ২০৩০ এর আগেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবএর জন্য যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি, সেগুলোতে ফোকাস করতে হবে

যারা টি গার্ডেনে কাজ করে, আর্মিতে যারা কাজ করেন, তাদের প্রশিক্ষণের আওতায় আনতে হবেকীভাবে তারা ম্যালেরিয়া মুক্ত থাকতে পারবেন, সেগুলো তাদের বোঝাতে হবেতবে সচেতনতা হলো বড় বিষয়

×