
বনভূমি, জলাশয়, গাছপালা কেটে যেসব উন্নয়ন করা হয় তা মানুষের কোনো কাজে আসে না। এতে দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্মুখীন হতে হয় বলে মত দিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন "ক্লিন এন্ড গ্রীন গাজীপুর" এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। গাজীপুরে শ্রীপুরের জিওসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম- বাংলাদেশে এর সাধারণ সম্পাদক ফয়সাল খান, সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম, আবুল কালাম আজাদ, জিওসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য উসামা বিন হোসাইন, আব্দুল্লাহ হিস সাকিব সহ আরও প্রমূখ।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফয়সাল খান বলেন, গাজীপুরের বনভূমি ও জলাভূমি আশঙ্কাজনক হারে কমছে। এতে দিন দিন পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। বৃক্ষ রোপণ কর্মসূচি হয়ত এই সংকট মোকাবিলায় কিছুটা ভূমিকা রাখবে। এর পাশাপাশি বনভূমি যাতে কেউ দখন বা ধ্বংস করতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, যখন যে সরকারই ক্ষমতায় থাকুক, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
Jahan