
.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘তুমি যে আমার স্বাধীনতা’। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক ও সুর করেছেন লিজারই ওস্তাদ আনোয়ার হোসেন আনু। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর।
লিজা বলেন, ‘তুমি যে আমার স্বাধীনতা’ গানটি মূলত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এবং তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া। গানটিতে তার প্রতি পরম শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশাত্মবোধক আরও যে গানগুলো প্রকাশ পাবে সবই আমার নিজের উদ্যোগে করা। আমারই ইউটিউব চ্যানেলেই গানগুলো প্রকাশ পাচ্ছে এবং আগামীতেও পাবে। শুধু শ্রোতা- দর্শকের কথা ভাবনায় রেখেই নিজ উদ্যোগে মৌলিক এই গানগুলো করে যাচ্ছি। তাদের কাছ থেকে সাড়া পেলেই আমার কষ্ট স্বার্থক। লিজা জানান, শুক্রবার ধামরাইতে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন। আগামীকাল রবিবার তিনি রাজধানীর উত্তরায় এবং ২০ মার্চ চট্টগ্রাম পুুলিশ লাইনে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন।