ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

‘মাকসুদ- ৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কাল

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ১৬ মার্চ ২০২৩

‘মাকসুদ- ৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কাল

জনপ্রিয় ব্যান্ড স্টার মাকসুদুল হক

জনপ্রিয় ব্যান্ড স্টার মাকসুদুল হকের সংগীত জীবনের ৪৫ বছরপূর্তি উপলক্ষে ‘মাকসুদ ৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কনসার্ট হবে আগামীকাল শনিবার। রাজধানীর খামারবাাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই কনসার্ট। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ আয়োজিত এই কনসার্টে মাকসুদ ও’ ঢাকার পাশাপাশি ফিচারিং করবে ব্যান্ডদল মাইলস, ফিডব্যাক, দলছুট এবং প্যান্টাগন। জীবনের এই পর্যায়ে এসে এমন একটি আয়োজন প্রসঙ্গে ব্যান্ড তারকা মাকসুদ বলেন, একজন শিল্পীর কর্ম জীবনের ৪৫ বছর খুব সহজে আসে না। কিন্তু আমার জীবনে এসেছে।

’৭৮ সালে আমি ফিডব্যাকে যোগ দিয়েছিলাম। সেই হিসেবে এই বছর আমার ৪৫ বছর হয়েছে। ডা. আশীষের সঙ্গে আমার পরিচয় তিন দশকেরও বেশি। তার কাছে আমার গানের ক্যারিয়ার নিয়ে এমন একটি আয়োজনের ইচ্ছেটা প্রকাশ করেছিলাম। তাকে এই প্রস্তাবটি বলার সঙ্গে সঙ্গেই বিষয়টি লুফে নিয়ে আমাকে নিয়ে এই কনসার্টের দায়িত্ব নিলো আশীষ এবং তার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ।

monarchmart
monarchmart