ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে প্রথমবার চলচ্চিত্রের বিনিময়ের মাধ্যমে মুক্তি পাচ্ছে নেপালি ছবি ‘মিসিং’

প্রকাশিত: ১৯:১৭, ১১ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৬, ১১ জুলাই ২০২৫

বাংলাদেশে প্রথমবার চলচ্চিত্রের বিনিময়ের মাধ্যমে মুক্তি পাচ্ছে নেপালি ছবি ‘মিসিং’

এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য, কারণ দেশের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে একটি নেপালি চলচ্চিত্র! আসন্ন ১৮ জুলাই, দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে নেপালের আলোচিত সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সুচনা’।

এটি বিশেষ একটি মুহূর্ত, কারণ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আসছে এই নেপালি সিনেমাটি এবং এর বিনিময়ে নেপালে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘ন ডরাই’।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, “এটাই প্রথম কোনো নেপালি সিনেমা, যা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর এর মাধ্যমে দুই দেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা ঘটতে যাচ্ছে।”

এছাড়া শুধু ঢাকা শহরেই নয়, দেশের অন্যান্য শহরেও স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে প্রদর্শিত হবে এই সিনেমাটি।

‘ন ডরাই’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুনেরাহ বিনতে কামাল ও শরীফুল রাজ। এটি বাংলাদেশের সমুদ্র ও নারীর স্বাধীনতার গল্প তুলে ধরেছিল এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে সাড়া পায়। সিনেমাটি নেপালে গিয়ে প্রশংসিত হতে পারে, যা চলচ্চিত্রে সংস্কৃতি বিনিময়ের নতুন পথ খুলে দেবে।

এভাবে দুই দেশের চলচ্চিত্রের বিনিময়ের মাধ্যমে শুধু বিনোদন নয়, সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও অনেক সিনেমা ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।

 

রাজু

×