
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী রাশিদা আক্তার (৩৫) মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে সিআইডি তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, গত ২ জুন ঢাকার কোরবানির গরুর হাটে ডিপজলের আগমনের খবর শুনে তার ভক্ত হিসেবে সেখানে গিয়েছিলেন রাশিদা আক্তার। এ সময়, ডিপজল তার পিএসকে নির্দেশ দেন, "এই মহিলা এখানে কীভাবে ঢুকলো? বের কর এখান থেকে।"
পরে, পিএস সহ আরও ৮ থেকে ১০ জন রাশিদাকে মারধর ও শরীরিকভাবে হেনস্তা করে। আহত অবস্থায় রাশিদা আক্তার বলেন, "আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেবো," কিন্তু পিএস তাকে বলে, "ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে।" এরপর, পিএসের নির্দেশে একজন গ্যালন নিয়ে এসে রাশিদার ঘাড়ে এসিড ঢেলে দেয়।
ভুক্তভোগী রাশিদা আক্তার পরে চিকিৎসা নেন এবং ১২ জুন মামলা করার সময় পিএস তাকে মামলা না করার জন্য হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করেছেন।
এ ঘটনায় সিআইডি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রাজু