ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না: জয়া আহসান

প্রকাশিত: ১৩:০৯, ৭ মে ২০২৫

সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না: জয়া আহসান

দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে যার নামই এক অনন্য সম্মান তিনি জয়া আহসান। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন এই অভিনেত্রী। শিরা-উপশিরায় ধারণ করেছেন অভিনয়কে, প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন নতুন করে। সাবলীল অঙ্গভঙ্গি, সংবেদনশীল অভিব্যক্তি আর নিখুঁত অভিনয় গুণে বারবার মুগ্ধ করেছেন সিনেমাপ্রেমীদের।

সম্প্রতি জয়া অভিনয় করেছেন পিপলু আর খানের পরিচালনায় নির্মিত সিনেমা ‘জয়া আর শারমিনে’। করোনাকালে লকডাউনে আটকে পড়া দুই নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। সেখানে উঠে এসেছে ভিন্ন পটভূমিতে বেড়ে ওঠা দুজন নারীর সম্পর্ক ও মানসিক টানাপোড়েন।

জীবনের পথচলায় সম্পর্ক আসে, আবার হারিয়েও যায়। সেই সম্পর্ক রক্তের নয়, অনুভবের। তেমনি এক সম্পর্কে জড়ান জয়া ও শারমিন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এক পর্যায়ে জয়া বলেন, “সব প্রতিশ্রুতি আসলে মিথ্যে। শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না।”

এই সিনেমার মাধ্যমেই প্রথমবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৬ মে। এক সাক্ষাৎকারে জয়া জানান, “আমরা কোভিডের সময়ে ছবিটার শুটিং করি। তখন সবাই প্রায় ঘরবন্দি হয়ে পড়েছিলেন, হতাশায় ডুবে যাচ্ছিলেন। সেই সময় অল্প ইউনিট নিয়ে আমরা কাজ করি। ছবিটি ছোট ইউনিটে হলেও বিষয়বস্তু বড় দুই ভিন্ন সামাজিক প্রেক্ষাপটে বেড়ে ওঠা নারীর বন্ধুত্ব নিয়ে গড়ে উঠেছে গল্প।”

‘জয়া আর শারমিনে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় আছেন পিপলু এবং জয়া আহসান নিজেই। এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।


সূত্র:https://tinyurl.com/mr27p5h2

আফরোজা

×