
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে অভিনেত্রী বর্ষা চৌধুরী মারা গেছেন— এমন একটি ভুয়া খবর। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়। অনেকেই শোক প্রকাশ করতে শুরু করেন, কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করে যাচাই করার চেষ্টা করেন।
তবে এই ভুয়া খবরে সবচেয়ে আবেগপ্রবণ ও সরব প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, ‘রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন।মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী।’
পরীমনি আরও বলেন, ‘যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন মানুষের আপনার জন্যে শোক প্রকাশের জায়গা টা রাখেন আন্তত। জীবন সুন্দর হোক।’
এই লেখায় পরীমনি স্পষ্ট করে দিয়েছেন, মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ের নিয়ে গুজব ছড়ানো কেবল অশোভনই নয়, এটি ভয়ংকরভাবে অমানবিক। তিনি বর্ষার উদ্দেশ্যে এই ইঙ্গিতই দেন, এই ধরনের খবরে ভবিষ্যতে মানুষ যদি সত্যিকারের দুঃসংবাদও বিশ্বাস না করে, তাহলে সেটি হবে বড় বেদনার বিষয়।
সূত্রঃ https://www.facebook.com/share/16RcqcoD7D/
আরশি