ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ওটিটির দুনিয়ায় নাবিলা

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০:২৭, ৩০ এপ্রিল ২০২৫

ওটিটির দুনিয়ায় নাবিলা

মাতৃত্বকালীন লম্বা বিরতি কাটিয়ে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার কামব্যাক হয় ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ দিয়ে। আর তাতে তিনি নায়ক হিসেবে পেয়েছিলেন মেগাস্টার শাকিব খানকে। এরপর আবারও তিনি আড়ালে চলে যান। আর কোন প্রজেক্টে তাকে অভিনয় করতে দেখা যায়নি। এবার এই তারকা আসছেন ওটিটির দুনিয়ায়। ভিকি জাহেদ পরিচালিত ‘আকা’ সিরিজে দেখা যাবে তাকে। এতে তিনি থাকছে আফরান নিশোর সঙ্গে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’র রেশ এখনো শেষ হয়নি, সেই উন্মাদনার মধ্যেই চলছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজের খবর। এটা বলাই বাহুল আপাতত সিরিজটির শূটিং নিয়েই ব্যস্ত রয়েছেন জনপ্রিয় এই তারকা। শুরুর দিকে জানা গিয়েছিল এতে নিশোর জুটি হচ্ছেন তটিনী। কিন্তু আদতে তা হলো না। ‘আকা’য় নিশোর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন নাবিলা। ইতোমধ্যে শূটিংও করে ফেলেছেন তিনি। এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ঘনিষ্ঠ সূত্রে। সূত্রটি জানিয়েছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। আপাতত প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘আকা’, আবার ‘আজাদ’ও হতে পারে। এদিকে সিরিজটিতে কল গার্ল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমিকে। এমনটাও জানিয়েছেন আলফা আইয়ের ওই ঘনিষ্ঠ সূত্র। জানা গেছে, এসভিএফ বাংলাদেশ-আলফা আইয়ের ব্যানারে নির্মিত ‘আকা’ নিয়ে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে হইচই। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।

প্যানেল

×