ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাদ পড়লেন দিঘী, টগরের নায়িকা পূজা 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাদ পড়লেন দিঘী, টগরের নায়িকা পূজা 

দিঘী ও পূজা চেরি

আদর আজাদের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল প্রার্থনা ফারদিন দিঘীর।  তবে এর মধ্যেই জানা গেল, আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘী। তার পরিবর্তে নায়িকা হিসেবে এতে যোগ দিয়েছেন পূজা চেরি। বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা এক পরিবারের মানুষ, সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

আলোক জানান, মোশন পোস্টার প্রকাশ পেয়েছে ‘টগর’ ছবির। এই মোশন পোস্টার প্রকাশের মধ্য দিয়েই তার সিনেমার আনুষ্ঠানিক যাত্রা হলো। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে শুটিং। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। তার বিপরীতে হাজির হবেন পূজা। এ ছাড়াও এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আদর আজাদ বলেন, ‘গত চার মাস ধরে এই সিনেমাটির সঙ্গে ওঠাবসা চলছে। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। তবে ‘টগর’ সিনেমার চরিত্রটি মাথায় ঘুরপাক খায়। অবশেষে ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবিটি নিয়ে আশাবাদী।’

পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ্য হয় এবং আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়েছি। চ্যালেঞ্জ নেয়াই তো আমাদের কাজ।’ সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক আলোক হাসান।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার