ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

অভিনেত্রী কাজল

আমার মেয়ে তো জাপানি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৩, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৫, ২৩ জানুয়ারি ২০২৫

আমার মেয়ে তো জাপানি

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের বাড়িতে কী ধরনের খাবার বেশি প্রাধান্য পায়, যেহেতু কাজল বাঙালি এবং অজয় পাঞ্জাবি। উত্তরে কাজল হাসতে হাসতে জানান, তাদের মেয়ে নাইসা দেবগন জাপানি খাবার, বিশেষ করে সুশি, খুব পছন্দ করে। তিনি মজার ছলে বলেন, "নাইসা তো বাঙালি বা পাঞ্জাবি খাবার খায় না,  আমার মেয়ে জাপানিজ!" ও সুশি খায় সারাদিন।

কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন প্রায়ই বিভিন্ন কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসেন। সম্প্রতি, কাজল তার মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাদের দুজনকে যমজ বোনের মতো দেখতে লাগছিল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভক্তরা তাদের সৌন্দর্যের প্রশংসা করেন। 

নাইসা বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন এবং প্রায়ই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার এই উপস্থিতি প্রায়ই মিডিয়ার নজরে আসে এবং ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করে। 

মোটকথা, কাজল ও অজয় দেবগনের পরিবারে বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবের সমন্বয় দেখা যায়, যা তাদের পরিবারের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় প্রতিফলিত হয়।

জাফরান

×